লালপুর বালিকা দাখিল মাদ্রাসাটি দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলাধীন ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের অন্তর্গত লালপুর গ্রামের যমুনা নদীর পূর্ব পার্শ্বে লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ০.৭৫ একর জমীর উপর অবস্থিত। প্রতিষ্ঠা লগ্ন হইতে অদ্যবধি সুনামের সহিত প্রথম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। মাদ্রাসাটিতে ১টি ভবন, ১০টি শেণীকক্ষ, ১টি খেলাম মাঠ, ২টি টয়লেট, ২টি নলকূপ, ১টি ল্যাপটপ ও প্রয়োজনীয় টেবিল চেয়ার, আলমিরা, রেক ও অন্যান্য আসবাবপত্র রয়েছে। মাদ্রাসাটি এমপিও না হওয়ার দরুন শিক্ষক/কর্মচারী বৃন্দ মানবেতর জীবনযাপন করিতেছে।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম ও অত্র এলাকার গণ্যমাণ্য ও বিদ্যানুরাগী ব্যক্তিসহ বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত নারী শিক্ষা বিস্তারসহ ইসলামী তথা সাধারণ শিক্ষা বিস্তার ঘটানোর লক্ষ্যে ১৯৯৯ ইং সালে গ্রামের নামানুসারে লালপুর বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়।০১/০১/২০০২ইং সালে পাঠদানের অনুমতি ও ০১/০১/২০০৭ ইং সালে স্বীকৃতি লাভ করে। বিনাবেতনে শিক্ষক/কর্মচারীবৃন্দ কৃতিত্বের সহিত পাঠদান অব্যাহত রেখেছেন। সুষ্ঠ ও মনোরম পরিবেশে বর্তমানে মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে।
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|---|---|---|
![]() |
মো: কোরবান আলী | 0 | itarikul2@gmail.com |
ছবি | নাম | মোবাইল | ইমেইল |
---|
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ | ১ম | ১১ | ১৭ | ২৮ |
২ | ২য় | ১০ | ১৫ | ২৫ |
৩ | ৩য় | ১০ | ১২ | ২২ |
৪ | ৪র্থ | ০৯ | ১৫ | ২৪ |
৫ | ৫ম | ০৭ | ১০ | ১৭ |
৬ | ৬ষ্ট | - | ২৩ | ২৩ |
৭ | ৭ম | - | ২৫ | ২৫ |
৮ | ৮ম | - | ২০ | ২০ |
৯ | ৯ম | - | ১৮ | ১৮ |
১০ | ১০ম | - | ১৫ | ১৫ |
ক্রমিক নং | নাম | পদবী |
১ | মোঃ এনামুল হক সরকার | সভাপতি |
২ | মোঃ নুরুল ইসলাম (অত্র মাদ্রাসার সুপার) | সদস্য সচিব/সম্পাদক |
৩ | মোঃ আফতাব হোসেন | অভিভাবক সদস্য |
৪ | মোঃ কোরবান আলী | শিক্ষক প্রতিনীধি |
| |||||||||||||||||||||||||||||||||||
৮ম (জেডিসি) শ্রেণী
|
যোগ্য শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
অত্র মাদ্রাসা হতে কতিপয় ছাত্রী কৃতিত্বের সহিত পাশ করে উচ্চ শিক্ষার জন্য সরকারী বে-সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠরত রয়েছে। এবং বিভিন্ন সরকারী বে-সরকারী সংস্থায় চাকুরীরত রয়েছে।
উপজেলায় একটি মাত্র মহিলা মাদ্রাসা হিসাবে বিজ্ঞান বিভাগ ও আলিম শ্রেণী সহ কারীগরি শিক্ষায় উন্নতি করণ করায় পরিকল্পনা রয়েছে। সন্তোষজনক পাঠদান দিয়ে শিক্ষার গুনগত মান উন্নত করে একটি মডেল মহিলা মাদ্রাসা হিসাবে রুপান্তির করার পরিকল্পনা রয়েছে।
দিনাজপুর ঢাকা মহাসড়কের লক্ষ্মীপুর/নারায়নপুর মোড় থেকে পশ্চিম দিকে কিলোমিটার দুরে মাদ্রাসাটি অবস্থিত। লালপুর বালিকা দাখিল মাদ্রাসা ডাকঘরঃ জয়নগর, উপজেলাঃ ফুলবাড়ী, জেলাঃ দিনাজপুর। lalpurgdmadrasha@gmail.com, ০১৭২৫-৩০২৩৮৩।