দিনাজপুরজেলা সদর হতে ৪২ কিলোমিটার পুর্বদিকে মহাসড়কের দক্ষিণ দিকে মহাসড়ক হতে ৮০০ মিটার ভিতরে ফুলবাড়ী উপজেলা পরিষদ অবস্থিত। সরাসরি বাসে করে এখানে ০১ ঘন্টার মধ্যে আসা যায়। এচাড়াও দিনাজপুর সদর হতে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলা হয়ে রেলগাড়ীর মাধ্যমেও অতি সহজে ফুলবাড়ী আসা যায়