Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কুমার পাড়া
বিস্তারিত

 প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সবুজের সমারোহে আমাদের এই দেশ । নদী-নালা, খাল-বিল, পাহাড়-পর্বত,  সবুজ বনভূমি  সব মিলে  এ  যেন বিধাতার  নিজ  হাতে  গড়া  কোন স্বর্গভূমি । কিন্তু  কালের  চক্রে  সেই  অপরূপ  সৌন্দর্য  কোথায়  যেন হারিয়ে যাচ্ছে,  হারিয়ে যাচ্ছে আমাদের  স্বাভাবিক সৌন্দর্যবোধটুকু, নগর সভ্যতার  কোলাহল আর ধোঁয়ার  বিষাক্ত  ছোবলে মুক্ত আকাশ-বাতাস ঢেকে  ফেলছে। হাঁফিয়ে  উঠছে  সৌন্দর্য পিপাসু  মানুষগুলো,  হারিয়ে  ফেলছি  আমরা  আমাদের  স্বাভাবিক  সুস্থতা । একটুখানি স্বস্তি ও প্রশান্তির ছায়া দেওয়ার প্রত্যাশায় উত্তর জনপদের  ফুলবাড়ী উপজেলার  প্রকৃতিপ্রেমী  কিছু  মানুাষের দ্বারা ভিন্ন আঙ্গিকে গড়ে উঠেছে  কুটির শিল্প প্রতিষ্ঠান।

ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী মহল্লায় কুটির শিল্প প্রতিষ্ঠান অবস্থিত । এখানে কুমারেরা মাটি দিয়ে হাড়ি-পাতিল, বিভিন্ন রকম খেলনা, পশু-পাখি, ফল-মূল, ইত্যাদি তৈরী করে। তাদের হাতের মাটির বানানো এই কারুকার্য সকলকে মুগ্ধ করে তোলে। এইসব মাটির তৈরী সামগ্রী শিশুদের এবং মেয়েদের অনেক শখের খেলনা হিসাবে ব্যবহিত হয়। এমনকি মেয়েরা এইসব সামগ্রী দিয়ে সুন্দর করে ঘর সাজায়। এসব রং-বেরংগের বিভিন্ন রকমের খেলনা শিশুদের কাছে লোভনীয় করে তোলে । তারা কুটির শিল্পের হাড়ীপাতিল ও খেলনা বিভিন গ্রাম্যমেলায়, শহর ও হাট বাজারে কেনা বেচা করে  । এ শিল্পের উপর নির্ভর করে তারা দীর্ঘদিন থেকে  জীবিকা র্নিবাহ করে আসছে।