ফুলবাড়ী উপজেলা দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ৪১ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে অবস্থিত। উপজেলাটির উত্তরে পার্বতীপুর এবং চিরিরবন্দর উপজেলা, দক্ষিণে বিরামপুর উপজেলা, পূর্বে নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত।
এককালে ফুলবাড়ী ছিলো একটি দূর্গনগরী। একে কেন্দ্র করেই গড়ে উঠেছিলো নগর ও জনবসতি। সেইপ্রাচীনকালের নগরীর রেশ ও ক্রমধারায় নতুন আধুনিক শহর ধীরে ধীরে বেড়ে উঠেছে। কিন্তু দুর্গটির কোনো চিহ্ন আজ আর খুঁজে পাওয়া যায় না। বর্তমানে শহরের হাট বাজার ও ব্যবসাকেন্দ্র প্রাচীন দুর্গের অভ্যন্তরেই গড়ে উঠেছে।
ফুলবাড়ী শহরের পাশ দিয়ে পুরাতন যমুনা নদী এখনও বহমান। দিনাজপুরের দিক থেকে ফুলবাড়ী শহরে প্রবেশ করতেই নদিটির উপর একটি পুরাতন ব্রীজ দিনাজপুর-ফুলবাড়ী পাকা সড়কটিকে যুক্ত করেছে । ব্রীজটি অতিপুরাতুন হওয়ায় ব্রীজের সংলগ্ন দক্ষিন পার্শ্বে আরেকটি ব্রীজ নির্মান করা হয়েছে । এব্রীজটির উপর দিয়ে বর্তমানে যান বাহন চলাচল করছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS