ফুলবাড়ী উপজেলা পরিষদ ভবন। এটি একটি দ্বিতল ভবন। ভবনের তৃতীয় তলার কাজ চলছে।
ফুলবাড়ী উপজেলার দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ৪১ কিঃ মিঃ দক্ষিণ পূর্বে অবস্থিত। উপজেলাটির উত্তরে পার্বতীপুর এবং চিরিরবন্দর উপজেলা, দক্ষিণে বিরামপুর উপজেলা, পূর্বে নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ দ্বারা বেষ্টিত।
এককালে ফুলবাড়ী ছিলো একটি দূর্গনগরী, একে কেন্দ্র করেই গড়ে উঠেছিলো নগর ও জনবসতি। সেইপ্রচীনকালের নগরীর রেশ ও ক্রমধারায় নতুন আধুনিক শহর ধীরে ধীরে বেড়ে উঠেছে। কিন্তু দুর্গটির কোনো চিহ্ন আজ আর খুঁজে পাওয়া যায় না। বর্তমানে শহরের হাট বাজার ও ব্যবসাকেন্দ্র প্রাচীন দুর্গের অভ্যন্তরেই গড়ে উঠেছে।
জনশ্রুতি রয়েছে যে, প্রাচীন আমলে এই অঞ্চলে প্রচুর ফুলের বাগান ছিল। ফুলের বাগানের আধিক্যের কারণে এই জায়গাটির নাম ফুলবাড়ী হয়েছে।
ফুলবাড়ী শহরের পাশ দিয়ে পুরাতন যমুনা নদী এখনও বহমান। দিনাজপুরের দিক থেকে শহরে প্রবেশ করতেই নদীটির উপর একটি পুরাতন ব্রীজ প্রায় পূর্ব-পশ্চিমে দিনাজপুর-ফুলবাড়ী পাকা সড়কটিকে যুক্ত করেছে। সেতুটির পূর্ব প্রান্ত ঘেঁষে উত্তর দক্ষিণে ২০০ গজ দীর্ঘ দুর্গটির পশ্চিম দেয়ালের অস্ত্বিত্ব রয়েছে। পরিখাবেষ্টিত অভ্যন্তরীণ দেয়ালের সামান্য রেশ কোথাও থাকলেও হাট বাজার ও জনতার চাপে তা বর্তমানে অদৃশ্য।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS